
রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ প্রদান
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি মাদ্রাসা, মন্দির, কেয়াং পেগোডা ও দুঃস্থদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে। রোববার সকালে রামগড় তৈইচালা পাড়ায় জোন সদরে শান্তকরণ কর্মসূচীর আওতায় রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার দুঃস্থ পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন, রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাযাহার।
শান্তকরণ কর্মসূচীর আওতায় চিকিৎসা, শিক্ষা, দরিদ্র মেয়ের বিয়ে, মাদ্রাসা, মন্দির,কেয়াং উন্নয়নে ব্যক্তি ও প্রতিষ্টান কে এই সহায়তা দেওয়া হয়।
এই কর্মসূচীর আওতায় আটাশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯৭ হাজার ৯’শ ৫০ টাকা ও আট বা-িল ঢেউটিন বিতরন করা হয়।
জোন অধিনায়ক জানান রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিশুদের তিনি খেলনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন।
তিনি জানান সীমান্তে আইনশৃঙ্খলা মাদক, চোরাচালান দমনের পাশাপাশি বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!