
ফেনীতে সাংবাদিকদের সাথে পৌর মেয়র স্বপন মিয়াজীর মতবিনিময়
শহর প্রতিনিধি: ফেনীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র স্বপন মিয়াজি বলেন, ফেনী পৌরসভার টাকা আমার পকেটে ঢুকবেনা। আমি পৌরসভার টাকা পৌরসভার কাজে ব্যয় করবো। তিনি পৌরসভার কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, আমি সৎ থাকবো, আপনারাও সৎ থাকবেন। আমি এ পৌরসভার প্যানেল মেয়র ছিলাম। আপনারা আমাকে চিনেন। আমিও আপনাদেরকে চিনি। পৌরসভার স্টাফদের দূর্নীতির কারণে কোন নাগরিকের সমস্যা হলে কাউকে ছাড় দেয়া হবেনা।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পূর্বে সব সময় আমি সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগীতা চাই। আমার বা কোন কর্মকর্তার অনিয়ম বা ভূল চোখে পড়লে আমাকে অবহিত করবেন। আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো।
আমি পৌর এলাকার সকলের সহযোগিতায় একটি মডেল পৌরসভা করতে চাই।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!