
ফুলগাজী উপজেলা আ’লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক নিউজ
শহর প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শহরের একটি চায়নিজ হোটেলে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম নজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার’র সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হাফেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম মনু, নিজাম উদ্দিন মজুমদার ও নুরুল আমিন প্রমুখ।
৭১ সদস্য বিশিষ্ট কমিটি নবীন- প্রবীণ তৃণমূল পর্যায়ের ত্যাগী আওয়ামীলীগারদের নিয়ে সাজানো হয়েছে। আগামীতে রাজপথের আন্দোলন সংগ্রামে নব-কমিটি আন্তরিকতার সহিত এগিয়ে যাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
সভায় উপজেলার ৬ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!