৭ দফা দাবীতে ফেনীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও গনঅনশন
- Updated Sep 23 2023
- / 140 Read
নিজস্ব প্রতিনিধি;
সংখ্যালঘু জনগোষ্ঠীর ৭ দফা বাস্তবায়নের দাবীতে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সকাল-সন্ধ্যা গনঅনশন ও গণঅবস্থান পালন করছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে গণঅবস্থান শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর, মাষ্টার হীরা লাল চক্রবর্তী, রশিদ শেখর ভৌমিক, স্বাধীন মজুমদার, ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি পুলিন দেবনাথ, সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, ফেনী পৌর কমিটির সভাপতি রিপন সাহা, মাষ্টার অজুন নাথ, সোনাগাজী উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মানিক শর্মা, দিক পাল, শিপন বিশ্বাস, সৌরভ সাহা, রাজেশ মজুমদার, সুব্রত সাহা, প্রানতোষ সাহা, অধ্যাপক বাবুল সাহা, বিভিষন বসাক, সুবল দেব নাথ, সম্ভু বৈষ্ণব, গৌরাঙ্গ ভৌমিক, মানিক লাল দাস, শুক লাল ভৌমিক, রতন লাল দাস, জগবন্ধু দেবনাথ, অধ্যাপক পরমেশ দাস, তপন কুমার দাস, তুষার ভৌমিক, মাখন দাস, স্বপন কান্তিক সাহা, শুকদেব দাস, কৃষ্ণ চন্দ্র দাস, বিক্রম দেব নাথ, রাখাল সাহা, আশীষ দত্ত, সৈমিত্রি মজুমদার, হরি পদ সাহা, কৃষ্ণ আর্চার্জ, বিব্রত চৌধুরী, রবীন্দ্র কুমার দেবনাথ, টিটু দত্ত, বাসুদেব দাস, কনক বনিক, তারাপদ হাজারী, মাষ্টার চন্দ্র দাস প্রমুখ।
এতে ফেনী জেলা ও ৬ উপজেলা, পৌরসভার সংখ্যালঘুরা অংশ নেয়।
বক্তারা বলেন, ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সংখ্যালঘু ৭ দফা দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি। আগামী ৬ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে ফেনী থেকে কয়েক হাজার সংখ্যালঘু জনগোষ্ঠী এ সমাবেশে যোগ দিতে প্রস্তুত রয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত