৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক
  • Updated Mar 23 2025
  • / 342 Read

 

নিজস্ব প্রতিনিধি:

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। 

 

 

বিজিবি জানায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশের করার অপরাধে ঞযব ঋড়ৎবরমহবৎ অপঃ ১৯৪৬ এর ৩(২)(ন)/১৩/১৪ ধারার জব্দকৃত মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

Tags :

Share News

Copy Link

Comments *