০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফরহাদনগরে অহিদের রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
  • Updated Mar 04 2025
  • / 380 Read

 

নিজস্ব প্রতিনিধি ;

ফেনী সদর উপজেলা ফরহাদ নগর ইউনিয়নে অহিদের রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৫'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নৈরাসপুর গ্রামে ইফতার সামগ্রী কার্যক্রম উদ্বোধন করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। 

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফরহাদ নগর বোগদাদিয়া পাড়ি ইনচার্জ মিজানুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনীতি, সামাজিক ব্যক্তিবর্গসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

জানা যায়, ২০২১ সাল থেকে অহিদের রহমান ফাউন্ডেশন বঞ্চিত মানুষের মাঝে কাজ করে আসছে।তবে এর আগে থেকেও এলাকার যুবকদের নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাজ করেছে। ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের বিবাহ অনুষ্ঠানে ডেকোরেশনের সকল আসবাবপত্র ও আর্থিক সহায়তা দিতেন। এছাড়াও ফাউন্ডেশনে চিকিৎসা সেবাসহ নানা সহযোগিতা অব্যাহত আছে। 

 

 

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ইফতার সামগ্রী বিতরণ শেষে জানান, সমাজে বিত্তশালীরা দানশীল হতে হবে। ইসলামী যেমনটা বলেছেন, সমাজে অসহায় মানুষের পাশে থেকে আমাদের হক আদায় করতে হবে। তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেওয়া এবং সামাজিক দায়দায়িত্ব পালন করতে হবে । অহিদের রহমান ফাউন্ডেশন সহযোগিতা করছে।তার পাশাপাশি সমাজের বিত্তশালীরা এসব সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। এটি তাদের নৈতিক দায়িত্ব। এজন্য নিজাম উদ্দিনের মহতি উদ্যোগকে সাদুবাদ জানাই। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক নিজাম উদ্দিন জানান, অহিদের রহমান ফাউন্ডেশন একটি মানবিক কার্যক্রম নিয়ে কাজ করে। ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাদ্রাসা মসজিদসহ নানা সামাজিকতায় আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। গত বছর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারেও অন্তত ৫'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছি। নিজ পরিবহন জোগে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। এতে প্রতি পরিবারকে ছোলা বুট, খাজুর, মুড়ি, ট্যাংক, গুড়া দুধ চিড়া, তেল, আলু পেয়াজ, সেমাই, চিনি, মটরের ডাল, চাউল, কিসমিস ও বাদাম প্রতি প্যাকেটে মোট ১৬ কেজি নিত্যপণ্য সামগ্রী দেওয়া হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *