৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার
  • Updated Mar 11 2025
  • / 371 Read

 

ফেনী প্রতিবেদক : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাত দলের ৫ সদস্যকে ডাকাতি সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কে ঢাকামুখি লেনের ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫) ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)। এসময় আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু ১টি ছুরি এবং ২টি লোহার কাটার হ্যাকসা ব্যালেট উদ্ধার করা হয়েছে।



সোমবার দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রোববার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়াসহ পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ফাজিলপুর নজির আহাম্মদ ব্রিকফিল্ডের সামনে ঢাকামুখি লেইনে একটি প্রাইভেট কারের যাত্রীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের ব্যাক কাভার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়। 



তিনি জানান, আটককৃতদের সিডিএমএস তথ্য যাচাই করে দেখা যায় আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় পৃথক ডাকাতি মামলা, হোসেনুজ্জামান এর নামে নোয়াখালীর সুধারাম থানায় ১টি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় ১টি ছুরি ও ১টি অস্ত্র মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *