ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সকলকে ফ্যাসিবাদী মানসিকতা প্রত্যাহার করতে হবে
- Updated Mar 11 2025
- / 363 Read
ফেনী প্রতিনিধি,
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ফেনীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে ফেনী শহরের ডাক্তার সাজ্জাদ হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।
আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দীন মজুমদার সাচ্ছু, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহানারা আক্তার মনি, খেলাফত মজলিশের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদী।
পিএফজি ফেনী সদর উপজেলা সমন্বয়কারী মোর্শেদ হোসেনের পরিচালনায় আলোচনায় আরো অংশ নেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, পুরোহিত নারায়ন চন্দ্র, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সাউথ ইস্ট ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ইমরান সেলিম, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ইয়ুথ লিডার আরিফ হোসেন শুভ্র ও মেহেদী হোসাইন প্রমুখ। শুরুতেই সমাবেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এরিয়া কো অর্ডিনেটর মো. রাসেল আহমেদ, রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ নাসির উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন,
‘পতিত আওয়ামীলীগ একচ্ছত্র রাজনীতি করতে গিয়ে সবধরনের স্বাধীনতা হরণ করেছে। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছে। দীর্ঘদিনের জঞ্জাল দূর করতে সময়ের প্রয়োজন। রাতারাতি অনেক কিছুই সম্ভব নয়। তবে বিগত ২০ বছরের মধ্যে এবারের রোজায় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। এটাও বর্তমান অন্তর্বতী সরকারের সফলতা। দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ঠিকই। যারা অপরাধী তারা কোন না কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। রাজনৈতিক নেতাদের সদিচ্ছায় রাজনীতিতে দূর্বৃত্তদের প্রশ্রয় দেয়া না হলে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। শুধু তাই নয়, অপরাধ প্রবণতা কমাতে আইনের প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
সভায় বক্তারা বলেন, দেশের সম্প্রীতি রক্ষা করতে হলে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকলকে ফ্যাসিবাদী মানসিকতা প্রত্যাহার করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত