স্টার লাইন গ্রুপে চাকুরী পেলেন প্রতিবন্ধি রমজানুল
- Updated Nov 06 2023
- / 1014 Read
স্টার লাইন ডেস্ক:
উপমহাদেশের বিখ্যাত সংগীত সাধক ভূপেন হাজারিকার কালজয়ী গান "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" গানটির মতো তিন ফুটের শারীরিক প্রতিবন্ধি রমজানুল হককে স্টার লাইন গ্রুপে চাকুরী দিয়ে অনন্য নজির সৃষ্টি করলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
গতকাল সকালে ফেনী সদর উপজেলার মৌটবী ইউনিয়নের সাহাপুর গ্রামের মীর হোসেন মিরু ইঞ্জিনিয়ার বাড়ির স্বপরিবারে শারীরিক প্রতিবন্ধি তাজুল ইসলাম টনির বড় সন্তান (শারীরিক প্রতিবন্ধি) রমজানুল হক (মাস্টার্স পাশ), কে চাকুরী প্রদান করা হয়। টনি মিয়ার ছোট সন্তান শারীরিক প্রতিবন্ধি শরিফুল ইসলামকে (প্যারামেডিকেলে অধ্যয়নরত) আর্থিক সহযোগীতা করা হয়।
প্রসঙ্গত- শারীরিক প্রতিবন্ধি তাজুল ইসলাম টনি’র এক মেয়ে তাসলিমা আক্তার (অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত) সেও শারীরিক প্রতিবন্ধি।
টনি বলেন, আমি আল্লাহর কাছে হাজার শোকর আদায় করছি। আমার প্রতিবন্ধি পরিবারের পাশে দাঁিড়য়ে স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। শারীরিক প্রতিবন্ধিদের প্রতি সহযোগিতার এই মহানুবতা প্রকাশের জন্য স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত