ফেনীতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ ১০, আহত ৪০৬ জনের তালিকা চূড়ান্ত
- Updated Mar 02 2025
- / 382 Read
প্রতিনিধি :
ফেনীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা চুডান্ত করেছে জেলা প্রশাসন। নেয়া হয়েছে শহীদ পরিবার ও আহতদের জন্য পদক্ষেপ। জেলা প্রশাসন জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে আহত ও নিহতদের তালিকা প্রণয়নের জন্য জেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১০ জন শহিদ ও সর্বশেষ ৪০৬ জন আহতের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শহিদদের পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোপূর্বে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন শহিদ পরিবার ও আহত ৫ জনকে সর্বমোট ৩ লাখ ৩৭ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা পরিষদ থেকে ইতোমধ্যে ৫০ জনকে ৫ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে শহিদদের পরিবার ও আহতদেরকে সর্বমোট ৮ লাখ ৭২ হাজার ৫শ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন আরো জানায়, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সমাজসেবার যৌথ উদ্যাগে 'তারুণ্যের উৎসব ২০২৫' আয়োজনের অংশ হিসাবে ২২ ও ২৩ জানুয়ারি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প করা হয়েছে। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ডের মাধ্যমে আহতদের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। মেডিকেল বোর্ডের মাধ্যমে ৫০ জনকে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। যে সকল আহত জুলাই যোদ্ধা চিকিৎসা ব্যয় ব্যক্তিগতভাবে বহন করেছেন, তাদের ব্যয়িত চিকিৎসার খরচ প্রদানের জন্য প্রাপ্ত আবেদনসমূহ গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করা হয়েছে। এদিকে ১০টি শহিদ পরিবারের মাকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, জুলাই ফাউন্ডেশন ও গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের সাথে আহতদের চিকিৎসা ও শহিদ পরিবারের পুনর্বাসনের বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত