০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
  • Updated Mar 04 2025
  • / 378 Read

 

ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।

পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশন পৃষ্ঠপোষক মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, বিশিষ্ট সমাজসেবক হাজী ছালেহ আহাম্মদ, ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক মো. জহির উদ্দিন মনি।

 

 

এ সময় অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্র সচিব পবিত্র কুমার ভৌমিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লিটন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ এ এম জসিম উদ্দিন, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ারুল আজিম, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ফাউন্ডেশনের সদস্য বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফ উদ্দিন মাহমুদ, নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন, আবদুল আজিজ শামীম, কাজী মাহমুদুল হুদা, বৈরাগীর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল চন্দ্র দাস।

 

 

ফাউন্ডেশন পৃষ্ঠপোষক প্রবাসী মো. আবদুল আউয়াল, মো. নুরুল আনোয়ার, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার, মো. ওবায়দুল্লাহ, মো. গোলাম সারোয়ার, মোহাম্মদ নুর নবী এ বৃত্তির সকল আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।

 

পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন জানান, ২০২৪ সাল থেকে প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দ্রুততম সময়ের ফলাফল তৈরি, আজ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হলো। আগামীতে হাই স্কুল ও মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করা হবে। 

 

Tags :

Share News

Copy Link

Comments *