৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
ফেনী কলেজ ছাত্রদলের সাহরী বিতরণ
  • Updated Mar 25 2025
  • / 352 Read

 

 

শহর প্রতিনিধি:

ফেনী শহরের বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সাহরীর খাবার বিতরণ করেছেন ফেনী সরকারি কলেজ ছাত্রদল।

বুধবার (২৫মার্চ) দিবাগত রাত সাহরীর খাবার বিতরণ করেন। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের মাহের আমিরুল হক এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ শতাধিক ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।

 

পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, আয়োজক মাহের আমিরুল হক।

 

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এই সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন|

 

Tags :

Share News

Copy Link

Comments *