০৮ এপ্রিল, ২০২৫ || ২৪ চৈত্র, ১৪৩১
ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • Updated Apr 06 2025
  • / 382 Read

 

 

শহর প্রতিনিধি:

‘তারুণ্যের অংশগ্রহণ, খোলাধুলার মানোন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

 

রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক ও আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি শেষ হয়। 

 

 

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব,কপিল মাহমুদ রিয়াজ ,শহীদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *