ফেনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম
- Updated Apr 06 2025
- / 415 Read
নিজস্ব প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফেনীতে এক নারীকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে। হামলার শিকার নারীর নাম সূর্যের নাহার। তিনি ফেনীর সোনাগাজী উপজেলা চর লক্ষীগঞ্জ গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী সূর্যের নাহার।
হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন- চর লক্ষীগঞ্জের বাসিন্দা মোলভী আনোয়ার উল্লাহর ছেলে কাজী ইমাম হোসেন, ইমামের ছেলে ইমতিয়াজ হোসেন, স্ত্রী আফসানা আক্তার এবং তার মেয়ে নুসরাত জাহান।
মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী নারীর পরিবারের সাথে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন হঠাৎ-ই অভিযুক্তরা সূর্যের নাহার বসতবাড়িতে ঢুকে তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে দেয়, পরে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে হামলাকারীরা সরে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারী বলেন, হামলাকারীরা সম্পর্কে আমার দেবর ও তার পরিবারের লোকজন। জমি নিয়ে আমাদের সাথের তাদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল, তাদের কথামতো না মানলে আমাদের হত্যার হুমকি দিয়ে আসছিল । ঈদের পরদিন আমার ঘরে ঢুকে তারা হামলা করে।
হামলার ঘটনায় অভিযুক্ত কাজী ইমাম হোসেন জানায়, জমি নিয়ে আমার ভাইয়ের পরিবারের সাথে বিরোধ দীর্ঘ দিনের। জমি বিরোধের জের ধরে কথাকাটি হলেও হামলার ঘটনা ঘটে নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জান জানান, এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত