ছাগলনাইয়ায় গাছের চারা বিতরণ করলেন শিরীন আখতার এমপি
- Updated Sep 21 2023
- / 254 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
"গাছ লাগান পরিবেশ বাঁচান"জলবায়ু পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখুন" এই প্রতিপাদ্য সামনে রেখে ছাগলনাইয়ার পাঠাননগরে ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বুধবার গাছের চারা বিতরণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী এক আসনের সাংসদ শিরীন আখতার এমপি।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও প্রচুর পরিমাণ অক্সিজেন পেতে বিনামূল্যে চারাগাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় চলছে চারাগাছ বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহম্মেদ মজুমদারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ফখরুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য দিদারুল আলম, উপজেলা বন কর্মকর্তা শাহা আলম প্রধানিয়া, ইউপি সদস্য জয়নাল আবেদিন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি ৩০০ টি চারাগাছ বিতরণ করা হয়। এরপর মৌলভী সামছুল করিম কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি ৩০০ টি চারাগাছ বিতরণ করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত