২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস
  • Updated Oct 19 2024
  • / 473 Read

 

 

নিজস্ব প্রতিনিধি: 

 

স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের সহযোগী স্বাস্থ্য প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ের নিচে ফ্রি মেডিকেল  কর্মসূচির উদ্বোধন করেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। 

 

এসময় উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী ও পরিচালক জামাল উদ্দিন। 

আরো উপস্থিত ছিলেন, স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডাঃ আশিকুল ইসলাম মহিম, স্টার লাইন পরিবহনের জিএম বেলাল হোসেন ও ফেনী ন্যাশনাল কলেজ'র কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল সহ স্টার লাইন গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

জানা যায়,  স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের সৌজন্যে প্রতি শনি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯:৩০ মিনিট থেকে দুপুর ১ টা এবং বিকাল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত স্টার লাইন গ্রুপের অফিসার, স্টাফ ও স্টার লাইন পরিবহনের যাত্রী সাধারণের জন্য ফ্রি মেডিকেল সার্ভিস প্রদান করা হবে‌ ।  

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, স্টার লাইন গ্রুপের সহযোগী স্বাস্থ্য প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিসের মাধ্যমে স্টার লাইন গ্রুপের অফিসার, স্টাফ ও স্টার লাইন পরিবহনের যাত্রী সাধারণ ফ্রিতে সেবা নিতে পারবেন। যেকোন মুহূর্তে স্বাস্থ্য সেবা ও পরামর্শ নিতে পারবেন। এতে করে ভোগান্তি যেমন কমবে তেমনি তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা গ্রহণের মাধ্যমে সুস্থতা নিশ্চিত করা যাবে। তিনি সবাইকে ফ্রি মেডিকেল সার্ভিস থেকে সেবা নিয়ে সুস্থ থাকার আহ্বান জানান।

Tags :

Share News

Copy Link

Comments *