০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ফেনী ক্রিকেট দলের শেরপুর যাত্রা
  • Updated Mar 04 2024
  • / 463 Read

 

স্টার লাইন ডেস্ক:

আজ শেরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ফেনী জেলা দল শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। 

 

গতকাল শেরপুরের উদ্দেশ্যে যাত্রাকালে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) ও সহ.সভাপতি ফেনী জেলা ক্রীড়া সংস্থা অভিষেক দাস ও সাধারণ সম্পাদক ফেনী জেলা ক্রীড়া সংস্থা আমির হোসেন বাহার খেলোয়াড়দেরকে বিদায় দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ. সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, ক্রিকেট উপকমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব ও জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন ।

 

আজকের খেলায় ফেনী জেলা ক্রিকেট দল ও চাপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট দলের মুখোমুখি হবে। ০৭ মার্চ খেলেবে টাঙ্গাইলের সাথে এবং ৯ মার্চ খেলবে ঝিনাইদহের সাথে।

 

Tags :

Share News

Copy Link

Comments *