নির্বাচনে না আসায় বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে -দাগনভূঞায় ওবায়দুল কাদের
- Updated Feb 27 2024
- / 424 Read
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। গতকাল সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে। তারা এখন অচিরেই টের পাবে তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করেছে। আন্দোলনে ব্যর্থ হওয়ার পর নির্বাচনে না আসার জন্য বিএনপিকে অনেক দিন খেসারত দিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অসুস্থতার অজুহাতে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে জনগণের কাছে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যখন এসেছে তখন হাতে লাঠি নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গিয়েছে। নালিশ করা তাদের পুরনো অভ্যাস। নালিশ তারা করবে জনগণের কাছে, জনগণের কাছে করার চাইতে বিদেশীদের কাছে নালিশ করতে তারা স্বাচ্ছন্দ বোধ করে। রাজনীতিতে তারা গলাবাজি করবে। এর জবাব তো আমাদের দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রমূখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত