২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ছাগলনাইয়ায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
  • Updated Sep 19 2023
  • / 154 Read


নিজস্ব প্রতিনিধি:
ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহর "বীর নিবাস" নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। 
সোমবার বিকালে সংগঠনের সভাপতি এডভোকেট শৈবাল দত্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়নের নেতৃত্বে তারা বীর নিবাসটির নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় বীর কন্যা রাবেয়া বেগম, সংগঠনের সহ-সভাপতি শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ও নির্বাহী সদস্য মাহফুজ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ও তার পরিবারের সদস্যবৃন্দ।  

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এডভোকেট শৈবাল দত্ত জানান, দীর্ঘদিন যাবত বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহর নামে বরাদ্ধকৃত বীর নিবাস নির্মাণে নানা ধরণের ষড়যন্ত্র চলে আসছিলো। সর্বশেষ ফেনীর আদালতের জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত জিপি ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাসের সহযোগিতায় বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়। এতে করে উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহর মুখে হাসি ফোটে।

Tags :

Share News

Copy Link

Comments *