০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
দাগনভূঞায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
  • Updated Jan 30 2024
  • / 454 Read

 

দাগনভূঞা প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে দাগনভূঞায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। 
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন। 


উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাছুম বিল্লাহ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম উল্যাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” স্লোগানে আয়োজিত মেলায় ১৭টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। মেলার উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

Tags :

Share News

Copy Link

Comments *