ফেনী সদর উপজেলায় শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‘স্মার্ট নাগরিক হতে হলে লেখাপড়া ও খেলাধুলায় এগিয়ে থাকতে হবে’ -শুসেন চন্দ্র শীল
- Updated Jan 29 2024
- / 727 Read
সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শেষ করে এখন স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছেন। স্মার্ট দেশ পরিচালনায় স্মার্ট নাগরিক প্রয়োজন হবে। সেই জন্য আমাদের সকল শিক্ষার্থীদের ভালো পড়া লেখা করার পাশাপাশি ভালো খেলাধুলা করতে হবে। যারা খেলাধুলায় মনোনিবেশ করবে; তারা কখনোই কিশোর গ্যাং, মাদক কিংবা কোন মন্দ কাজে নিজেকে জড়াতে পারেনা। তিনি গতকাল দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা-কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহম্মদ ফয়েজ, ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলমগীর চৌধুরী।
সভায় অন্যান্যদের মাঝে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ জানান, এবারের প্রতিযোগিতায় একক অ্যাথলেটিক্সে বালক বড় গ্রুপে ১৪টি ইভেন্ট, বালক মধ্যম গ্রুপে ৯ টি ইভেন্ট, বালক বড় গ্রুপে ৯ টি ইভেন্ট ও বালিকা মধ্যম গ্রুপে ৭ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বমোট ৪৭ টি ইভেন্টে অংশ নেয়। এসব ইভেন্টে বিজয়ী প্রায় ২৭০জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে ট্রফি, পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত