আইনজীবী সমিতির নির্বাচন ফেনীতে আওয়ামীপন্থিদের ভরাডুবি
- Updated Jan 22 2024
- / 485 Read
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে বাকি ৪ পদে আওয়ামীপন্থি আইনজীবীরা বিজয়ী হয়।
নিজস্ব প্রতিনির্ধি;
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতি ও অর্থ সম্পাদক, ২টি সদস্যসহ ৪টি পদে জয় পেয়েছে।
নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার শনিবার (২০ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে মো. আবদুস সাত্তার ১৭০ ভোট পেয়ে বিজয় হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফারুক পেয়েছেন ১৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী রসিক শেখর ভৌমিক ১২১ ভোট পেয়েছেন, সহ-সভাপতি পদে মো. শামসুল হুদা ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইসহাক ১৭২ ভোট পেয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসাইন ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল উদ্দিন পেয়েছেন ১৫৮ ভোট।
বিজয়ের পর বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল করে ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তারা ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলে ৩০ জন ও অডিটর পদে স্বতন্ত্র এক প্রার্থীসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
২০ জানুয়ারি সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গতবারের নির্বাচনেও সভাপতি-সম্পাদক দুটো পদই ছিল বিএনপি-জামায়াত সমর্থিতদের দখলে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত