০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
পুনরায় ভোটগ্রহণের দাবি রহিম উল্লাহর
  • Updated Jan 08 2024
  • / 628 Read



সোনাগাজী প্রতিনিধি;
নির্বাচনে নানা অনিয়ম অভিযোগ তুলে ধরে বর্জনসহ পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ হাজী রহিম উল্লাহ।  


রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষনা দেন, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ সারাদিন আমি ৮৩টি কেন্দ্র পরিদর্শন করেছি। বেশির ভাগ কেন্দ্রে থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমার কর্মিদের মারধোর ও হুমকি ধুমকি দেয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে জালভোট প্রদান করা হয়েছে।  আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে এবং আমার নিশ্চিত জয় ঠেকাতেই এমন কাজ করা হয়েছে। 


হাজী রহিম উল্লাহ বলেন, আমি এই নির্বাচন বর্জনের পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবীতে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করবো। এদিকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের বিষয়ে সাংবাদিক দের কাছে ব্রিফ করে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, নিশ্চিত পরাজয় বুজতে পেরেই প্রতিপক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন তো শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর ও সচ্ছ হয়েছে।

 

Tags :

Share News

Copy Link

Comments *