রোটারি ক্লাব অব ফেনী সিটির উদ্যোগে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর জন্মদিন পালন ও বাপা নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় মাঈন উদ্দিনকে সংবর্ধনা
- Updated Sep 16 2023
- / 263 Read
শহর প্রতিনিধি:
রোটারি ক্লাব অব ফেনী সিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান এর জন্ম দিন পালন ও বাপা কার্যকরি কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সিটি ক্লাবের ডিরেক্টর মাঈন উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার রাতে ফেনী শহরের একটি চাইনীজ রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট আরিফুল হাসান রবিন ও সেক্রেটারি সিরাজুল ইসলাম এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটারি আইকন ক্লাব এডভাইজার জালাল উদ্দীন বাবলু, এরিয়া ডিরেক্টর সাইদুল মিল্লাত মুক্তা, ডেপুটি গভর্ণর ইঞ্জিনিয়ার জানে পারভেজ, এসিস্ট্যান্ট গভর্ণর মোহাম্মদ ইলিয়াছ, ফাস্ট প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট শাহ কামরুজ্জামান, ডিরেক্টর সালেহ উদ্দিন হায়দার সায়েমসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত