সোনাগাজীতে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন
- Updated Dec 30 2023
- / 509 Read
সোনাগাজী প্রতিনিধি;
সোনাগাজীতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক (আইএফইসি) উপশাখার উদ্ধোধন বৃহস্পতিবার পৌর শহরের পশ্চিম বাজার এমএ মজিদ ভবনে অনুষ্ঠিত হয়।
উপ শাখার ইনচার্জ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, আইএফআইসি ফেনী শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, অপারেশন ম্যানেজার আহসান উল্যাহ, ট্রেইনে সহকারী কর্মকর্তা মোর্শেদ হোসেন।
এসময় পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, ভাই ভাই ইলেক্ট্রনিক্সের সজিবুল ইসলাম পলাশসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপ শাখার ইনচার্জ নুসরাত জাহান বলেন, আমরা ব্যবসায়ীদের সর্বোচ্ছ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত নিয়ে কার্যক্রম পরিচালনা করবো। আমাদের স্পেশাল সুবিধা হচ্ছে ব্যালেন্সের উপর প্রতিদিন লভ্যাংশ ঘোষণা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত