০৪ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 'নির্বাচনে আইন বহির্ভূত কিছু করার সুযোগ নেই' -মুছাম্মৎ শাহীনা আক্তার
  • Updated Dec 26 2023
  • / 439 Read

সোনাগাজী প্রতিনিধি: 
অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আশ্বাস দিয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।  
রবিবার সকালে সোনাগাজী পৌর-শহরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি খাতের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান এবং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য   করেন।  


জেলা প্রশাসক বলেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠ, এখানে আইন বহির্ভূত কিছু করার সুযোগ নেই কারো। ভোটার যারা আছেন দয়া করে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।  


সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, জেলা তথ্য অফিসার রাশেদুল হক। 
এসময় সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) অনীক চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায়, উপজেলা নির্বাচন অফিসার পল্লবী চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *