ফেনী সদর উপজেলা আ’লীগের উদ্যোগে ফরহাদনগরে কেন্দ্র কমিটির সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন
- Updated Dec 25 2023
- / 480 Read
সদর প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে ফরহাদনগর ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নুর হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশ্রাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমদাদুল হক দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবসার আপন, জেলা ছাত্র লীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্রামুজ্জামান রাজু। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি আবদুল মান্নান রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ফরহাদ নগরের ভোর বাজার, বৈদ্য কোনা ও খাইয়ারায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। এছাড়াও ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজাম উদ্দিন হাজারী এমপির নৌকা প্রতীকের নির্বাচনের গণসংযোগ করে প্রচারপত্র বিলি করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত