০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাজিরবাগ, ধর্মপুর ও পাঁচগাছিয়ায় কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত
  • Updated Dec 23 2023
  • / 466 Read


সদর প্রতিনিধি: 
ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাজিরবাগ, ধর্মপুর ও পাঁচগাছিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফেনী সদর উপজেলার কাজিরবাগ ও ধর্মপুর ইউনিয়নের এবং বৃহস্পতিবার পাঁচগাছিয়া ইউনিয়নে এসব সভা অনুষ্ঠিত হয়। সবকটি সভায় প্রধান অতিথি থেকে দলীয় নেতাকর্মী ও কেন্দ্র কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। 


শুক্রবার বিকালে কাজিরবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীলীগের আহবায়ক মঞ্জুরুল আলম কচি, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি, অবসরপ্রাপ্ত শিশু কর্মকর্তা ও রুহিতিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার ভূঞা। ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ সভায় সভাপতিত্ব করেন।


একইদিন সন্ধ্যায় ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি জাফর আহম্মদ। ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহাগ, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু।
এর আগে বৃহস্পতিবার বিকালে পাঁচগাছিয়া বাজারের পুষ্পনীল কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন পাঁচগাছিয়া ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, ইসমাইল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গোফরান বাচ্চু।

 

Tags :

Share News

Copy Link

Comments *