২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা
  • Updated Dec 19 2023
  • / 439 Read

 

সোনাগাজী প্রতিনিধি: 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্ধের প্রথম দিনেই সোনাগাজীতে সরগরম প্রচারণায় নেমেছে প্রার্থীরা। সোমবার বিকালে পৌর-শহরে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও শোডাউন করেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ, এসময় তার নেতাকর্মীরা 'ঈগল' প্রতীকের সমর্থনে শ্লোগান দিতে থাকেন। একই সময়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনিত চেয়ার প্রতীকের প্রার্থী হাজী মোঃ আবু নাছের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও গণসংযোগ করেন। 


দুপরের পর থেকেই জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল, ইসলামিক ফ্রন্টের প্রতীক চেয়ার ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগলের সমর্থনে মাইকিং ও প্রচারণায় ভোটারদের মাঝে নির্বাচনী আবহ তৈরী হয়।
উল্লেখ্য, সোমবার (১৮ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী দাগনভূঞাঁ) আসন থেকে মোট ০৭জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয় রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।  


এরা হলেন জাতীয়পার্টি মনোনিত প্রার্থী ও বর্তমান সাংসদ লে:জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনিত এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনিত তপাজ্জল হোসেন (একতারা), বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনিত নিজাম উদ্দিন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মোঃ আবু নাছের (চেয়ার)।

Tags :

Share News

Copy Link

Comments *