০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
দাগনভূঞা প্রেসক্লাব’র নবনির্মিত ভবন উদ্বোধন
  • Updated Dec 10 2023
  • / 530 Read

 

দাগনভূঞা প্রতিনিধি:
প্রতিষ্ঠার দীর্ঘ ৩১ বছর পরে সাংবাদিকদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে দাগনভূঞা প্রেসক্লাবের নিজস্ব জায়গায় নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে পৌর শহরের পুরাতন ডাকবাংলো রোডে অবস্থিত নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে দাগনভূঞা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলেন সাংবাদিকেরা। দীর্ঘ ৩১ বছর পর প্রেসক্লাব ভবন নির্মাণে ২০১৬ সালে ফেনী জেলা পরিষদের সহযোগিতায় সাংবাদিকদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি নূরুল আলম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভি ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, বাংলা ভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বিটিভি জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভি জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, মোঃ ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, মানবাধিকারকর্মী কামরুল ইসলাম ক্লাইভ, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাজী আবদুর রাজ্জাক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীবৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্যরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


দীর্ঘদিন পরে প্রেসক্লাবের নিজস্ব জায়গায় কার্যালয় নির্মাণে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *