০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
‘সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে ফেনীর চিত্র বদলে যাবে’ - ফজলুল হক ভূঁইয়া রানা
  • Updated Nov 25 2023
  • / 451 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা বলেছেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে ফেনীর চিত্র বদলে যাবে। ঐক্যবদ্ধ সাংবাদিকতা জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে কোন মূল্যে সবাইকে পেশাগত ঐক্য ধরে রাখতে হবে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 ফেনী রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম ভূঁঞা কাওসার। বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবু শুকদেব নাথ তপন, সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী ও আরিফুল আমীন রিজভী।

 

ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপ-কমিটির সদস্য সচিব দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, কোষাধ্যক্ষ তোফায়েল আহমেন নিলয়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক শফি উল্যাহ রিপন, ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল।
সভায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যপদ পাওয়ায় নতুন সদস্য বকুল আকতার দরিয়া, আলাউদ্দিন, মো: সাইফুল ইসলাম, আবদুল কাইয়ুম তারেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। 

Tags :

Share News

Copy Link

Comments *