ফেনীতে এক দিনে দুই গাড়িতে অগ্নিসংযোগ
- Updated Nov 20 2023
- / 513 Read
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে গতকাল রবিবার পৃথক স্থানে দুইটি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অগ্নিকান্ডের ঘটনার জন্য সরকার দলীয়দের পক্ষ থেকে হরতাল সমর্থকদের দোষারোপ করা হলেও বিএনপি নেতারা তা উড়িয়ে দিয়ে বলছে, এসব সরকারের নাটক। তারা ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাতে চায়। তবে পুলিশ বলছে, বিষয়গুলো অমরা অত্যধিক গুরুত্বের সাথে তদন্ত করছি। এসব ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে। এসব ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।
জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে যায়। পরে পুলিশ সুপার জাকির হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসটির হেলপার মো. ফরহাদ জানায়, তারা সারাক্ষন গাড়ীতে ছিলেন। কিন্তু রাত সোয়া ৮ টার দিকে গাড়ি থেকে নেমে একটু বাইরে গেলে দূর্বত্তরা ওই সুযোগে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এদিকে শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কাভার্ডভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দেড়টার পর খবর পেয়ে তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।
‘বিএনপি-জামায়াত অপশক্তি গাড়ি পোড়াচ্ছে’
-সরকার দলীয় নেতৃবৃন্দ
ফেনীতে গাড়িতে আগুন দেয়ার বিষয়ে সরকারী দলীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপি-জামায়াত অপশক্তি ফেনীকে অস্থির করতে ফের আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা সড়কের গাড়িতে আগুন দিয়ে মানুষের জান মালের ক্ষতিসাধন করে যাচ্ছে। আমাদের দলীয় নেতাকর্মীরা মানুষের জান মালের নিরাপত্তায় ফেনীর সড়ক মহাসড়কে পাহারায় রয়েছে। যারা আগুন সন্ত্রাস করছে, তাদেরকে প্রতিরোধ করা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা।
‘আ’লীগ গাড়িতে আগুন দিয়ে আমাদের দোষারোপ করছে’
-বিএনপি নেতৃবৃন্দ
ফেনীতে গাড়ি পোড়ানোর বিষয়ে সরকার দলীয় নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেছেন, এসব সরকারের নতুন নাটক। তারা নিজেরা পাহারার নামে গাড়িতে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। মানুষ দেখছে কারা গাড়িতে আগুন দেয়। জনতার আদালতে এর বিচার হবে।
‘তদন্তের মাধ্যমে জড়িতরা আইনের আওতায় আসবে’
-ওসি, ফেনী থানা
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ সুপার জাকির হাসানসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়গুলো অমরা অত্যধিক গুরুত্বের সাথে তদন্ত করছি। এসব ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে। এসব ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত