২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ
  • Updated Nov 20 2023
  • / 444 Read

 


সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় ৭০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযোগ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ।  


উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আজিজ উল্লাহ সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তূর্য সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি উদ্যোক্তা সহ উপকার ভোগী কৃষকগণ।
উপকারভোগী কৃষক আবু সাইদ রুবেল বলেন, ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ব্যবহার করে প্রতি বিঘাতে ধানের জমিতে আমার ১০-১২ হাজার টাকা ব্যায় হ্রাস পেয়েছে এবং আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ বলেন, কৃষি যান্ত্রিকীকরণে কৃষকের উৎপাদন খরচ প্রায় অর্ধেক হয়, সময় ও শ্রম সাশ্রয় হয় অনেক। এসব সুবিধাদির ফলে কৃষক দিন দিন কৃষিযন্ত্রের প্রতি আগ্রহী হচ্ছেন। 


অনালাইনে যুক্ত থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, কৃষি বান্ধব সরকারের ভর্তুকিতে প্রাপ্ত যন্ত্র ব্যবহারে কৃষকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, আমরা আগামীতে টেকসই কৃষি উন্নয়নে এক হয়ে কাজ করবো, সরকারের সুফল ঘরে ঘরে পৌছিয়ে বংগবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা গড়বো।

Tags :

Share News

Copy Link

Comments *