০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফুলগাজীতে যুবলীগ নেতা গোলাম রাব্বানীর দাফন
  • Updated Nov 06 2023
  • / 693 Read

 

ফুলগাজী প্রতিনিধি;
ফুলগাজী উপজেলা যুবলীগ নেতা মো. গোলাম রাব্বানীর (৪৯) জানাজার নামাজ গতকাল বিকেল পাঁচটায় সদর ইউনিয়ন পরিষদের বৈরাগপুর গ্রামে সামাজিক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


এসময় অন্যান্যদের মধ্যে জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক চৌধুরী আহম্মেদ রিয়াজ আজিজ রাজিব, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, সাধারন সম্পাদক আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু, উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ মিন্টু, সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ইয়ামিন, সাধারন সম্পাদক ফারুক হোসেন বাপ্পি প্রমুখ।


গতকাল রোববার (৫ নভেম্বর) ভোর ৬টায় ঢাকায় শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
মো. গোলাম রাব্বানী ১৯৯৮ সালে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ২০১২ সালে উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি ফেনী জেলা যুবলীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাবেক ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের মৃত্যুর পর মুলত রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েন মো. গোলাম রাব্বানী। 
এদিকে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মরহুম গোলাম রাব্বানীর মরদেহ দেখতে বৈরাগপুর গ্রামে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ফেনী জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, মরহুমের কবরে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করে শোক প্রকাশ করেন।

Tags :

Share News

Copy Link

Comments *