০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
সোনাগাজীতে সবজির আড়ালে গাঁজার চাষ গ্রেফতার ১
  • Updated Jul 25 2023
  • / 204 Read

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে সবজি বাগানের আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে আবুল কালাম নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই চাষীর বাগান থেকে তিনটি বড় গাঁজা গাছ উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোনার বাপের দোকান সংলগ্ন মৃত মীর আহম্মদের ছেলে।
গ্রেফতার কালামের স্ত্রী নাসিমা আক্তার জানান, তার স্বামী শারীরিকভাবে অসুস্থ। গত বছর গাছ কাটতে গিয়ে তিনা গুরতর আহত হন। সম্প্রতি বাড়ির পাশে খাল পাড়ে সবজি চাষ করতেন। সবজি ক্ষেতে গাঁজা গাছ কে রোপণ করেছে তারা জানেন না।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন জানান, কালাম একজন গাঁজাসেবী। গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি।

তাই নিজের বাড়ির পাশে খালপাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। স্থানীয়রা এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পায় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাাঁজা গাছসহ কালামকে গ্রেফতার করে

Tags :

Share News

Copy Link

Comments *