শামছুল আমিন (বাচ্চুমিয়া) স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Updated Oct 31 2023
- / 439 Read
নিজস্ব প্রতিনিধি:
সোনাগাজী উপজেলার ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শামছুল আমিন (বাচ্চুমিয়া) স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে এ বৃত্তি পরীক্ষায় সোনাগাজী, ফেনী, দাগনভূঞা, মিরসরাই সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ২শ পরিক্ষার্থী অংশ নিয়েছে।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে ওছমানিয়া উচ্চ বিদ্যালয়, ওছমানিয়া আলিম মাদরাসা, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করা হয়। ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও বৃত্তি পরিচালনার কমিটির প্রধান সমন্বয়ক ডা: খালেদ মাহমুদ টিপু বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা: মোহাম্মদ নুরুল হোসাইন, প্রফেসর ড: মোহাম্মদ আবুল হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম উদ্দিন, এডভোকেট নাছির উদ্দিন বাহার, মাওলানা মোহাম্মদ ইসমাইল, প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, গোলাম কিবরিয়া, এবিএম আবদুল করিম, রফিকুল হক ভুঁইয়া, মাস্টার আব্দুল হাই, মাস্টার জহিরুল হক, মাস্টার কামাল উদ্দিন কেন্দ্র পরিদর্শন করেছেন।
বিকালে শামছুল আমিন (বাচ্চুমিয়া) ফাউণ্ডেশনের নব গঠিত উপদেষ্ঠা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রাক্তন ছাত্রদের পুণর্মিলনীতে অংশ নেন ফাউণ্ডেশনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত