সোনাগাজীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ
- Updated Oct 24 2023
- / 468 Read
স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম
- জেলা প্রশাসক
এস.এন আবছার:
স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। গতকাল সোমবার সকালে সোনাগাজীতে জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। নারীরা পিছিয়ে পড়লে কোন জাতি এগিয়ে যেতে পারেনা।
উপজেলার ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য অফিসার মো: রাশেদুল হক।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এস.এম অনীক চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তায়ন অফিসার কামরুল হাসান, ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সন্ত্রাস জঙ্গিবাদ অপরাজনীতি গুজব মাদক ও বিল্যবিয়ে প্রতিরোধ, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচীর আওতায় উক্ত নারী সমাবেশে তিনশতাধিক নারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত