২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
লেমুয়ায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • Updated Oct 15 2023
  • / 474 Read

 


সদর প্রতিনিধি;
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ইসরায়েল কর্তৃক আল আকসা মসজিদে হামলা এবং নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিছিলটি লেমুয়া বাজার হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজার সামনে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


এসময় লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার, লেমুয়া বড় মসজিদের খতিব মাওলানা নুরুল হক, লেমুয়া এমদাদুল উলুম নুরানি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমেদ, লেমুয়া খানকা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। 


এসময় মুসল্লীরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ‘ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আমরা সবসময়ই স্বাগত জানাই। তারা প্রমান করেছে মুসলিমদের কাছে নারী, শিশুরা নিরাপদ। মুসলমানরা উৎশৃঙ্খল নয়, তারা শান্তিকামী। কিন্তু এই শান্তি কামীদের সবসময়ই ইসরাইল হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের ভূমিতে আবাসন করে তাদের উচ্ছেদ করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম এ ইউসুফ, মোহাম্মদ তুহিন, ইউসুফ, শাখাওয়াত হোসেন, সাকিব প্রমুখ।

Tags :

Share News

Copy Link

Comments *