০৪ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফুলগাজীর ৩৫ টি পূজা মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন শেষ মুহুর্তে রংতুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ
  • Updated Oct 14 2023
  • / 473 Read

 

সাহাব উদ্দিন;
ফুলগাজী উপজেলায় পূজামণ্ডপ গুলোতে প্রতিমার কাজ শেষ করে এবার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শেষ মুহুর্তের কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মাটির কাজ শেষে এখন শিল্পীর রংতুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতে মা দেবী দুর্গা এই ধরাধামে আবির্ভূত হয়। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে অন্যায়-অবিচার ও গ্লানি দূর করার জন্যই এই পূজার আয়োজন। এই উদ্দেশ্য সামনে রেখে সারা দেশের মতো ফুলগাজীতেও শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। আর এ পূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এদিকে উপজেলার হিন্দুধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে বরণ করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘরে ঘরে চলছে আনন্দ উৎসব ও পূজার প্রস্তুতি। নির্ধারিত সময় অনুযায়ী ২০ অক্টোবর শুরু হবে পূজা। দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২৪ অক্টোবরে উৎসবের সমাপ্তি ঘটবে।উপজেলার বিভিন্ন দুর্গামন্দির ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে। উপজেলা পূজা উদ্যাপন কমিটির তথ্যমতে, এবার উপজেলার ৩৫ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


কথা হয় উপজেলার সদর ইউনিয়নের বণিক পাড়া গ্রামের সঞ্জীব বণিকের সাথে। তিনি বলেন, বর্তমান সরকার তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে। তাই এবারের পূজায় তাদের আনন্দও বেশি হবে।
ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত জানান, আমরা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তাঁরা জানান, এবার উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩৫টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। 


এদিকে পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। পূজা উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের পক্ষ থেকে। 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, পূজামণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্যরা  নিয়োজিত থাকবেন। পুলিশের বেশ কয়েকটি টহল দল নিয়োজিত থাকবে। তিনি বলেন, হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছে।

Tags :

Share News

Copy Link

Comments *