০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে গাড়ী চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
  • Updated Oct 11 2023
  • / 469 Read

 

শহর প্রতিনিধি;
ফেনীতে নিরাপদ সড়ক চাই (নিসচা), ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে সড়ক দূর্ঘটনারোধে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল দিনব্যাপী ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার আহ্বায়ক মোশারফ হোসেন রিপন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ভাইস চেয়ারম্যান মঞ্জুলী কাজী, ফেনী জেলা বাস-ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, ফেনী জেলা ট্রাক ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সদস্য সচিব মোঃ শহীদুল ইসলামসহ নিসচা’র অন্যান্য নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *