শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও মানুষ নিরাপদ থাকবে -নিজাম উদ্দিন হাজারী এমপি
- Updated Oct 03 2023
- / 166 Read
ফেনী সদরে ২২০ ছাত্রীকে সাইকেল ও ১০০ নারীকে সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিনিধি:
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনীতে আগে ২০ ভাগ রাস্তা ছিলো। বিগত ১৫ বছরে ৯০ ভাগ রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এ রাস্তা আমি করিনি। এ রাস্তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বরাদ্ধ দিয়েছেন বলেই আমি কাজ করিয়ে দিতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমার পক্ষে এতোবেশি উন্নয়ন কাজ করা সম্ভব হতো না। তাই শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে দল, মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ নিরাপদ থাকবে; মানুষ নিরাপদ থাকবে। নিজাম উদ্দিন হাজারী এমপি গতকাল দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদ আয়োজিত ছাত্রীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন, স্প্রে মেশিন ও ক্রিড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। যারা বাইসাইকেল পেয়েছো; তাদের সময় বাঁচবে। তারা রিক্সায় যে পথ ১০ মিনিটে যেতো এখন ৫ মিনিটে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আজ নারীরা সমাজের সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠিত। নারীদের এগিয়ে নিতে ফেনী সদর উপজেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে, এটি একটি মাইলফলক হবে।
তিনি আরও বলেন, এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আছেন। আমি দুইজনকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই; যেসব মাঠ খেলার অনুপোযোগী, সেগুলো যাতে আগামী ১ মাসের মধ্যে খেলার উপযোগী করে তোলা হয়। সেখানে যত টাকা লাগে আমাকে হিসাব দেবেন। আমি আমাদের ছেলেমেয়েদের খেলাধুলার জন্য সব টাকা দিয়ে দেবো।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।
ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছিদ্দিক উল্যাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী, কালিদহ ইউনিয়নের কৃষক মিরাজ রহমান, সামছুদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুনতাহিরা তাহেরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, সেলাই মেশিন বিতরণ অসহায় দরিদ্রদের স্বাবলম্বী করার সুদূর প্রসারী উদ্যোগ। নারীরা এই মেশিন দিয়ে উপার্জন করে নিজেদের এগিয়ে নেবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া এ উদ্যোগে ছাত্রীরাও ব্যাপক উপকৃত হবে।
অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ২২০ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা পরিষদ। একই সঙ্গে ১০০ নারীকে সেলাই মেশিন, ১৫০ জন কৃষককে স্প্রে মেশিন এবং ৬শ ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রিড়া সামগ্রী দেয়া হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত