নবাবপুরে যুবলীগের শান্তি সমাবেশ
- Updated Oct 01 2023
- / 182 Read
সোনাগাজী প্রতিনিধি:
সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনিতীর প্রতিবাদে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ মঙ্গলবার বিকালে নবাবপুর বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক সাহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্ছুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, সেক্রেটারি আমজাদ হোসেন বিপ্লব, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারি, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন ছোট জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আরিফ ভূঞাঁ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকর। উপজেলা যুবলীগ সদস্য মনসুর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন রাহাদ, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ফাহাদ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত