ফেনী সদর উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন ফাজিলপুরের রিপন
- Updated Sep 27 2023
- / 162 Read
সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন স্থানীয় সরকার বিভাগ।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত মাসিক সভায় প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন পাটোয়ারী হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুজিবুল হক রিপন।
জানা যায়, স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার ১২টি ইউপি চেয়ারম্যানের কর্মদক্ষতার মুল্যায়ন করে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনকে উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা করা হয়। এছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন কার্যক্রমে শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হয়েছেন কালিদহ ইউনিয়ন পরিষদের সচিব মো: জাকির হোসেন। ছনুয়া ও কালিদহ ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হলেন, নুসরাত জাহান খানম ও নিজাম উদ্দিন। সদর উপজেলা পরিষদের ১২টি ইউনিয়ন পরিষদের ২২জন শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হন। তারমধ্যে মহিলা সদস্য ১২ ও পুরুষ সদস্য ১১ জনের নাম ঘোষণা করা হয়। দফাদার ও মহল্লাদার মোট ১৩ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত