খালেদার সুচিকিৎসার দাবিতে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ
- Updated Jun 26 2023
- / 225 Read
শহর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের বড় বাজারের পাশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রশীদ আহমদ মজুমদার’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল,দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন, সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক মাইনুল হক, দাগনভুইয়া উপজেলার আহবায়ক সাইমন হক রাজিব, পরশুরাম উপজেলার আহবায়ক আতাহার হোসেন পাপরুল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্বাস পাটোয়ারী, ইউনুস রুবেল, মিজানুর রহমান রাসেল, রিয়াদুল করিম রিয়াদ, ইমরান ফরায়জী মান্না, যুগ্ম সম্পাদক মঈনুল পারভেজ, আলমগীর হোসেন, আহমেদুল হক খোকন, রাজন মজুমদার জাফর উল্লাহ ভুইয়া, প্রচার সম্পাদক করিমুল হক সুমন ও ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার।
ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব আশিকুর রহমান আশিক, ফেনী পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেল, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহীম ইবু সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত