২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
এফবিসিসিআই’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
  • Updated Dec 24 2023
  • / 471 Read

 

নিজস্ব প্রতিনিধি;
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই’র উদ্যোগে দূর্যোগ ঝুঁকি ও সংকট ব্যবস্থাপনায় বেসরকারী খাতের ভূমিকা শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

 
গতকাল রাজধানীর মতিঝিলস্থ এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ মন্ত্রণালয়’র সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরী, বুয়েট’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ’র অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।  


বক্তব্য রাখেন, অ্যাকশনএইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর মিসেস ফারাহ কবির, ডিডিএম’র মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, ডিডিএম নাসির উদ্দিন, এফবিসিসিআই’র নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শহীদুল্লাহ (অব.)। সমাপনী বক্তব্য প্রদান করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী। এমআইএম’র পরিচালক নেতাই চন্দ্র দেব সরকার মূল নোট উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *