০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
দেশজুড়ে অবরোধ ফেনীতে হরতাল
  • Updated Dec 12 2023
  • / 560 Read


নিজস্ব প্রতিনিধি:
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে সারা দেশে আজ থেকে বিএনপির ৩৬ ঘন্টার অবরোধ কর্মসূচী শুরু হয়েছে। তবে এর মাঝে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ফেনী ছেলে রফিকুল আলম মজনুর বিরুদ্ধে সাজা ঘোষনার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির আয়োজনে আজ (মঙ্গলবার) সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে অবরোধের কর্মসূচী ঘোষণাকালে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে আগামী ৩৬ ঘন্টা দেশজুড়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচী পালন করা হবে। কর্মসূচী মঙ্গলবার ভোর ৬ টা থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।   


কর্মসূচী চলাকালে বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী ছেলে রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ফেনী জেলা বিএনপি। সোমবার বিকালে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির ঘোষিত অবরোধের পাশাপাশি ফেনীর কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশী রায়ের প্রতিবাদে ফেনী জেলা বিএনপি কর্তৃক ফেনী জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। ফেনী জেলা বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাযথ ভাবে হরতাল পালন করার জন্য অনুরোধ জানানো হয়। 


এর আগে চলতি বছরের ২১ মে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনুকে শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে পরদিন গ্রেফতার দেখায় পুলিশ।  
হরতাল অবরোধের সমর্থনে সোমবার বিকাল ও সন্ধ্যায় ফেনী শহর, সোনাগাজী ও ফুলগাজীতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করেছে বিএনপির ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচী থেকে কোন প্রকার ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

Tags :

Share News

Copy Link

Comments *