০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
চৌদ্দগ্রামে ভোট বর্জনের আহবানে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • Updated Dec 23 2023
  • / 618 Read

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি;
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি।


শুক্রবার বাদ জুমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ব্যবসায়ী, গাড়ি চালক ও পথচারী নারী-পুরুষের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এরপর তিনি পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, ইলিয়াছ পাটোয়ারী, কাজী নুর ইসলাম, জসিম উদ্দিন মুন্সী, ইলিয়াছ ব্যাপারী, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলাদল সভাপতি গুলশান আরা বেগম পুতুলসহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তৃণমূল দল, কৃষকদল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Tags :

Share News

Copy Link

Comments *