৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
জানাপা’র কেন্দ্রীয় সদস্য ফেনীর সৈকত
  • Updated Mar 04 2025
  • / 383 Read

 

 

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হলেন জাহিদুল ইসলাম সৈকত। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে।

রোববার (২ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসাইন স্বাক্ষরিত পুর্নাঙ্গ কমিটি সংগঠনের অফিসিয়াল পেইজে প্রকাশিত হয়। পার্টির আহ্বায়ক হিসেবে আছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

জানা যায়, জাহিদুল ইসলাম সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি দাগনভূঞা উপজেলার করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় (মাতুভূঞা) থেকে মাধ্যমিক এবং নোয়াখালী সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটি, ফেনী জেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় নাগরিক কমিটি ফেনী সদরের প্রতিনিধি ছিলেন।

 

সৈকত ২০২৪ সালে জুলাই বিপ্লবের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহন করেন। পরবর্তীতে ইন্টারনেট ক্র্যাকডাউনের সময় ঢাকার আজিমপুর এলাকায় আন্দোলনের নেতৃত্ব দেন। ফেনীর আন্দোলনে ৩ আগষ্ট এবং ৪ আগষ্ট তিনি তার ছাত্র ও বন্ধুদের নিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জাহিদুল ইসলাম সৈকত গবেষণা খাতে ২০২১ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপ লাভ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত। তার পিতা মৃত সিরাজ উল্যাহ পেশায় একজন শিক্ষক ছিলেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *