২৪ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ, ১৪৩২
ছাত্রদল নেতা পারভেজ'র হত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্রদল নেতা রিয়াদের নেতৃত্বে বিক্ষোভ
  • Updated Apr 21 2025
  • / 340 Read

শহর প্রতিনিধি ;

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোবিবার (২০ এপ্রিল) বিকেলে সেন্ট্রাল হাই স্কুল সামনে থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ট্রাংক রোড, জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পরে সেন্ট্রাল হাই স্কুল সামনে এসে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান ফারভেজ,ফখরুল ইসলাম ও  গোলাম মোরশেদ শুভ,সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম রানা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাবু,পৌর ছাত্রদলের সদস্য সচিব ইভু পাটোয়ারী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল আবেদিন সাগর, জাহিদ হাসান রনি ও সাজ্জাদ হোসেন, ফেনী সদর উপজেলা ছাত্রদল নেতা তানভীর উদ্দিন,ইকবাল হোসেন,পৌর ছাত্রদল নেতা জুবায়ের হোসেন শরীফ, অর্পন, অপু,সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য  নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 

বিক্ষোভ কর্মসূচি শেষে নেতা-কর্মীরা ছাত্রদল নেতা পারভেজের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। তাদেরকে দ্রুত গ্রেফতার করতে না পারলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tags :

Share News

Copy Link

Comments *