২৪ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ, ১৪৩২
প্লাস্টিক রোধে ফেনীতে তরুণদের পদযাত্রা
  • Updated Apr 22 2025
  • / 337 Read

 

স্টাফ রিপোর্টার:

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ইকো রেভোলিউশন এবং ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

২২ এপ্রিল সোমবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “পৃথিবীকে বাঁচাতে যুবদের উদ্যোগ: প্লাস্টিক কমান, ভবিষ্যৎ রক্ষা করুন”।

 

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক প্রতীকী পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার, এবং পরিবেশবান্ধব জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “প্লাস্টিক দূষণ বর্তমানে একটি বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ইকো রেভোলিউশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, পৃথিবীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্লাস্টিক দূষণ থেকে মুক্তির জন্য কেবল আলোচনায় নয়, বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তরুণরাই পারে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে এবং একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে ইকো রেভোলিউশন।

 

Tags :

Share News

Copy Link

Comments *